যমুনা নদী থেকে অবৈধ বালি উত্তোলন; ট্রাক্টর সহ চালক গ্রেফতার

জলপাইগুড়ি : যমুনা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে এক ট্রাক্টর চালককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম ফিরোজ রায় (২৮), তার বাড়ি মালকানির বড়দিঘি পাড়ায়। বৃহস্পতিবার পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে এবং ট্রাক্টরটিও বাজেয়াপ্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তা, করলা, পাঙ্গা ও যমুনা নদী থেকে দীর্ঘদিন ধরেই নিয়মবহির্ভূতভাবে বালি উত্তোলন ও পাচারের অভিযোগ উঠছে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ সম্প্রতি তৎপর হয়েছে। বৃহস্পতিবার এএসআই অমিত কুমার রায় খবর পান যে, অমরখানা এলাকায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালি তোলা হচ্ছে।

খবর পেয়েই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দেখেই অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। তবে, ট্রাক্টর চালক ফিরোজ রায়কে হাতেনাতে ধরে ফেলে পুলিশ এবং ট্রাক্টরটিও আটক করা হয়।

পুলিশি জেরায় ধৃত চালক স্বীকার করে যে, সে তার মালিকের নির্দেশেই বালি তুলছিল। তবে বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হয়। সেই কারণেই ট্রাক্টর বাজেয়াপ্ত করা হয়েছে এবং নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

Illegal sand extraction from Yamuna river; Tractor and driver arrested

প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই ধরনের অবৈধ বালি উত্তোলন ও পাচার রুখতে অভিযান জারি থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *