সংবাদদাতা, জলপাইগুড়ি, ৯ আগস্ট : শহরকে আবর্জনা, নোংরা মুক্ত রাখতে গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলে। সোমবার বিকেলে পুরসভার সকল সাফাই কর্মী, স্যানেটারি ডিপার্টমেন্টের কর্মী, সুপারভাইজার, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রভৃতি কর্মীদের নিয়ে পুরসভার পক্ষ থেকে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।
এ বিষয়ে পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চাট্যাজি বলেন, জলপাইগুড়ি শহরকে জঞ্জাল মুক্ত রাখতে হবে। এ জন্য শহরে প্রতিদিন সকাল ছটা থেকে ঝাড়ুদাদের ঝাড়ু শুরু করতে হবে। সকল লেবারদের সকাল সাতটার মধ্যে কাজ শুরু করতে হবে। ডাম্পিং গ্রাউন্ডে যাওয়ার মালবাহী গাড়িতে সকাল ছয়টা থেকে নটার মধ্যে প্রথম স্লটে আবর্জনা তুলে ফেলতে হবে। এই পদ্ধতি করা হবে যাতে শহরে যানজট না হয়। এরপর থেকে দিনের বিভিন্ন সময়ে শহরের বিভিন্ন অংশ থেকে এভাবে আবর্জনা সড়িয়ে ফেলতে হবে। যে সকল লেবাররা অস্থায়ীভাবে বা contractual এর মধ্যে আছেন এবং তাদের মধ্যে যারা বেশিরভাগই কাজে অনুপস্থিত থাকছেন তাদের বিরুদ্ধে পুরসভা ব্যবস্থা গ্রহণ করবে। স্থায়ী লেবাররা যারা নিজেরা কাজে না এসে অন্য কাউকে পাঠাচ্ছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করার কথা জানান ভাইস চেয়ারম্যান। গত ২০০০ সাল থেকে এখনো পর্যন্ত এই প্রথমবার এ ধরনের বৈঠকের আয়োজন করা হল। এদিনের এই আলোচনা সভায় কম করে সাড়ে চারশ ঝাড়ু কর্মী ও লেবাররা উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন তিনি।