বীজপুরে মাকে বিষ খাইয়ে আত্মঘাতীর চেষ্টা মেয়ের

বিশ্বজিৎ নাথ, কলকাতা, ৯ সেপ্টেম্বর’২৩ : মা-কে বিষ খাইয়ে আত্মঘাতীর চেষ্টা মেয়ের। বীজপুর থানার কাঁচরাপাড়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়া নিপেন সরকার রোড এলাকার ঘটনা। মৃতার নাম রাধারানী প্রসাদ (৭০)। আহত মৃতার মেয়ে ববিতা প্রসাদ ( ৫০) কল্যাণী জে এন এম হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার সকালে ঘুম থেকে না ওঠায় পরিবারের অন্যান্য সদস্যরা ধাক্কা মেরে দরজা খোলেন।

তখন তারা দেখেন রাধারানী দেবী বিছানায় মৃত অবস্থায় পড়ে রয়েছে। আর রাধারানীর মেয়ে ববিতার দেহ ঘরের মেঝেতে লুটিয়ে পড়ে রয়েছে। তৎক্ষনাৎ সংকটজনক অবস্থায় স্থানীয়রা ববিতাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কল্যাণীর জে এন এম হাসপাতালে নিয়ে যায়। স্থানীয়দের দাবি, পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা।

In Bijpur who tried to commit suicide by consuming poison

প্রতিবেশীরা জানান, মা ও মেয়ের মধ্যে দুদিন ধরে ঝগড়া চলছিল। মা-কে মেয়ে ঠিকমতো খেতেও দিচ্ছিল না। বাসিন্দাদের অনুমান, মাকে বিষ খাইয়ে মেয়েও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনার তদন্তে বীজপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *