স্বামী ও স্ত্রীর একত্রে আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ি শহরে

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : স্বামী ও স্ত্রীর একত্রে আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ি শহরে। কেন এই আত্মহত্যা কারন অজানা মৃতের আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের কাছে। মৃতরা হলেন বছর পঞ্চাশের অপর্ণা ভট্টাচার্য এবং তার স্বামী বছর ৬৩র সুবোধ ভট্টাচার্য। উল্লেখ্য, জলপাইগুড়ি পুরসভার ১২ নাম্বার ওয়ার্ডের পান্ডাপাড়া রোড এলাকার বাসিন্দা অপর্ণা ভট্টাচার্য ২০০০ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত জলপাইগুড়ি পুরসভার প্রাক্তন সহকারী পুরমাতা ছিলেন। ফরওয়ার্ড ব্লকের হয়ে নির্বাচিত হয়েছিলেন তিনি। পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন। অন্যদিকে অপর্না ভট্টাচার্যের স্বামী সুবোধ ভট্টাচার্য একসময় চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য ছিলেন। আজ শনিবার সকালে অসুস্থ অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করেন। প্রাথমিক তদন্তে অনুমান কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন স্বামী স্ত্রী দুজনে।

পুরসভার প্রাক্তন কাউন্সিলর নারায়ণ চন্দ্র সরকার জানিয়েছেন, আজ সকালে তিনি ঘটনাটা জানতে পারেন। অপর্ণা দেবী ও তার স্বামীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই দুজনের মৃত্যু হয়।

স্থানীয় কাউন্সিলর মনীন্দ্রনাথ বর্মন বলেন, খুবই দুঃখজনক ঘটনা। কি কারনে এমনটা ঘটলো তা এখনো জানা যায় নি।

অর্পণা ভট্টাচার্যের ভাই উত্তম কুমার গৌতম জানান, তারা বুঝতে পারছেন না এমনটা কেন হল।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *