সংবাদদাতা, জলপাইগুড়ি : শনিবার বিকেলে জলপাইগুড়ি শহর পাহাড়পুর যুব সংঘের মাঠে তৃণমূল কংগ্রেসের নব জোয়ার কর্মসূচি ছিল। কর্মসূচির প্রধান আকর্ষণ ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কানায় কানায় পূর্ণ সভাস্থলে বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভায় তৃণমূল নেতা কৃষ্ণ দাস দলীয় কিছু নেতার আচরণে ইঙ্গিতপূর্ণ কটাক্ষ করে বলেন, মানুষের হয়ে কাজ করতে হবে। নেতা হয়ে বসে থাকলে হবে না। কৃষ্ণ দাস এই মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে পরে সংবাদ মাধ্যম কে জানান, আমাদের কিছু নেতার এমন ভাব, এমন কথাবার্তা, এমন চরিত্র, এমন কাজকর্ম; যাকে সাধারণ মানুষ গ্রহণ করতে পারছে না। যেগুলো চিন্তার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
তবে সভার শেষে প্রার্থী নির্বাচনের ব্যালট পেপার নিয়ে সামান্য বিশৃঙ্খলার সৃষ্টি হয়। যদিও তৃণমূল নেতা কৃষ্ণ দাস বলেন, সামান্য কিছু বহিরাগত ছেলেরা বেশ কিছু সাদা কাগজ ছিঁড়ে ফেলে দেয়। গুটিকয়েক ছেলেরা বিশৃঙ্খলার উদ্দেশ্যেই এ কাজ করেছে বলে জানান তিনি। তবে সামগ্রিকভাবে সভা-শান্তিবর্ণভাবেই শেষ হয় বলে জানিয়েছেন কৃষ্ণ দাস।