জলপাইগুড়িতে ছাপ্পা ভোটের ছবি তুলতে গিয়ে আক্রান্ত সাংবাদিকরা

সংবাদদাতা, জলপাইগুড়ি : ছাপ্পা ভোটের ছবি তুলতে গিয়ে আক্রান্ত সাংবাদিকরা। জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের নাথুয়াহাটের ১৫/৪১ নং বুথের ঘটনা। আক্রান্ত হয়েছেন বিভিন্ন চ্যানেল ও পত্রিকার বেশ কয়েকজন সাংবাদিক। তাদের মধ্যে ৬ জন সাংবাদিক গুরুতর জখম। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এভাবে আক্রান্ত হওয়ার ঘটনায় নিন্দার ঝড় সর্বত্র।

ইতিমধ্যে বিষয়টি জলপাইগুড়ি জেলা শাসক, পুলিশ সুপারকে জানানো হয়েছে। অভিযোগ, প্রায় ৪০- ৫০জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী সাংবাদিকদের উপর চড়াও হয়। ইতিমধ্যে সকলকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

In Jalpaiguri journalists were injured while taking pictures of Chappa Voting

ছয়জন গুরুতর জখম সাংবাদিককে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে বলে জানা গেছে বলে। সেন্ট্রাল তরাই ডুয়ার্স প্রেস ক্লাবের সভাপতি কৃষ্ণ দেব এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। নীচে ভিডিওতে শুনুন কৃষ্ণ বাবুর বক্তব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *