জলপাইগুড়িতে বিভিন্ন দল থেকে সাত শতাধিক মানুষের যোগদান তৃণমূলে

সংবাদদাতা, জলপাইগুড়ি,৬ সেপ্টেম্বর’২৩ : বুধবার বাবু পাড়ায় অবস্থিত জেলা তৃণমূল কার্যালয়ে সাত শতাধিক বিভিন্ন রাজনৈতিক দল থেকে তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসি সদর ব্লক ১ এ যোগদান করল। জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মনের হাত দিয়ে বিজেপি, সিপিএম ও কংগ্রেস ছেড়ে আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তারা।

In Jalpaiguri more than seven hundred people from different parties joined the Trinamool

তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা পরিষদের সভাপতি কৃষ্ণা রায় বর্মন ও সদর ব্লক ১ আই এন টিটি ইউসির সভাপতি শুভঙ্কর মিশ্র। এরপর তৃণমূলে যোগদান কর্মীদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল এদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *