জলপাইগুড়ি: সারা রাজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সোমবার জলপাইগুড়ি শহরে শুরু হল ‘শিল্পের সমাধানে-এম.এস, এম.ই ক্যাম্প’। শিল্প উদ্যোগীদের উন্নয়নে জেলা প্রশাসন ও জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে আয়োজিত এই ক্যাম্প চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত।
জলপাইগুড়ির দিনবাজারে নবনির্মিত মার্কেট কমপ্লেক্সে এই ক্যাম্পের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল, কাউন্সিলররা এবং অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করে ক্যাম্পের উদ্বোধন করেন পুরমাতা পাপিয়া পাল।
পাপিয়া পাল জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের উন্নয়ন ঘটাতে এই ক্যাম্প আয়োজন করা হয়েছে। শিল্প উদ্যোগীদের বিভিন্ন পরিষেবা প্রদান, প্রয়োজনীয় ট্রেনিং এবং ব্যাংকের ক্রেডিট কার্ড সহ অন্যান্য আর্থিক সুবিধা দেওয়ার মাধ্যমে তাদের উপকৃত করা হবে।
এই ক্যাম্পে অংশ নেওয়া উৎসাহী ব্যবসায়ীরা যেমন শিল্প উদ্যোগী হওয়ার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ পাবেন, তেমনই ব্যাংক ও প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করতে পারবেন। শিল্প উদ্যোগীদের উন্নয়নে প্রয়োজনীয় দিশা দেখানোর পাশাপাশি ক্যাম্পে উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের সরকারি পরিষেবাও দেওয়া হবে।
ক্যাম্পের মাধ্যমে শিল্প উদ্যোগীদের নতুন সুযোগ প্রদানের পাশাপাশি তাদের ব্যবসায়িক উন্নয়নেও সহায়তা করা হবে। এতে ক্ষুদ্র, মাঝারি এবং কুটির শিল্পের উন্নয়নের একটি শক্তিশালী ভিত্তি গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
জলপাইগুড়ি জেলা প্রশাসন এবং পুরসভার এমন উদ্যোগ শিল্পক্ষেত্রে নতুন প্রজন্মের উৎসাহীদের সামনে একটি সুস্পষ্ট পথপ্রদর্শক হিসাবে কাজ করবে। অংশগ্রহণকারী উদ্যোক্তারা এই ক্যাম্প থেকে অনেকটাই উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।