জলপাইগুড়িতে ষাঁড়ের ধাক্কায় ভাঙলো রেলগেট, ভোগান্তি সাধারণ মানুষের

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৯ সেপ্টেম্বর’২৩ : এদিন শুক্রবার একটি পূর্ণবয়স্ক ষাঁড়ের ধাক্কায় ভেঙে যায় জলপাইগুড়ি শহরের তিন নম্বর ঘুমটির রেল ক্রসিং এর রেল গেটটি। কখনো টোটোর ধাক্কায়, কখনো ষাঁড়ের গুঁতোয় বারবার রেল গেট ভাঙার ঘটনায় ক্ষোভ তৈরি হচ্ছে পথচারিদের মধ্যে। এদিন রেলগেটটি ষাঁড়ের গুঁতোয় ভেঙে যাওয়ার দুপাশে আটকে পড়ে যানবাহন সহ মানুষ।

In Jalpaiguri the rail gate was broken by a bull the common people suffered

এরপর রেলগেটটি মেরামত করার পর স্বাভাবিক হয় পরিস্থিতি। এ বিষয়ে এল পথচারী জানান, এর আগে কয়েকবার টোটোর ধাক্কায় রেলগেট ভেঙেছে। কিন্তু আজ যা ঘটেছে তা সত্যি অবাক করার মতো। একটি পূর্ণবয়স্ক ষাঁড়ের ধাক্কায় ভেঙে যায় রেল গেট। এভাবে কখনো টোটো, বাইক বা ষাঁড়ের ধাক্কায় রেলগেটটি ভেঙে যাচ্ছে। তাই রেলগেটটি আরো মজবুত দিলে ভালো হয়। এদিন আবার রেলগেটে আটকে পড়া মানুষজন তিন নং ঘুমটিতে রেলগেটের পরিবর্তে আন্ডার পাশের ব্যবস্থা করার দাবি জানালেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *