জলপাইগুড়ি শহরে ট্রাফিক সচেতনতায় পথে নামল স্কুল‌ পড়ুয়ারা

সংবাদদাতা, জলপাইগুড়ি : স্কুলের পড়ুয়াদের নিয়ে এবার ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ পালন জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশের । বুধবার জলপাইগুড়ি শহরের বড় পোস্ট অফিস মোড় এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। ছাত্রদের নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফের হ‍্যান্ড বিল নিয়ে চালকদের সচেতনতার বার্তা তুলে ধরে ট্রাফিক পুলিশ। যাতায়াতকারী সকল টোটো, বাইক, ছোট গাড়ির চালকদের পুলিশের পক্ষ থেকে সচেতন করা হয়। এছাড়াও বিনা হেলমেটে রাস্তায় বের হওয়া বাইক ও স্কুটি চালকদের চকলেট তুলে দেওয়া হয়।পাশাপাশি সেফ ড্রাইভ সেভ লাইফ স্টিকার লাগানো হয় গাড়িতে। এছাড়াও সাধারণ মানুষদের সচেতন হ‍্যান্ডবিল দেওয়া হয়। 😊এক স্কুল পড়ুয়া দীপ দাস বলেন, ট্রাফিকের নিয়মকানুন এবং সিগন্যাল নিয়ে জনসাধারণকে সচেতন করা হল। 😊অন‍্যদিকে এক টোটো চালক অসীম কুমার রায় বলেন, আমাকে ওভারলোডিং এর জন্য আটকানো হয়। পাঁচজনের বেশি যাত্রী নেওয়া নেওয়ার কারণে। আগামীতে ট্রাফিক আইন মেনে চারজন যাত্রী নিয়ে রাস্তায় চলাচল করবো। এদিন উপস্থিত ছিলেন সদর ট্রাফিক ওসি বাপ্পা সাহা সহ অন্যান্য পুলিশ কর্মীরা‌। ট্রাফিক নিয়ে সচেতনতা বাড়াতে এই কর্মসূচীর আয়োজন করা হয়েছে। সদর ট্রাফিক ওসি বাপ্পা সাহা টেলিফোনে জানান সকলকে সচেতন হতে হবে ট্রাফিক আইন বিষয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *