জলপাইগুড়িতে দুটি বড় প্রতিমা জল দিয়ে গলানোর কাজ শুরু করলো দমকল

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৩ ফেব্রুয়ারি’২৪ : জলপাইগুড়িতে ৫১ ফুটের দীর্ঘ সরস্বতী প্রতিমাকে দমকলের মাধ্যমে গলিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হল শুক্রবার। উল্লেখ্য, শহর সংলগ্ন গোমস্তাপাড়ায় স্টুডেন্টস অফ জলপাইগুড়ির পক্ষ থেকে তৈরি করা হয়েছিল এই ৫১ ফুটের সরস্বতী প্রতিমা।

কমিটির সভাপতি প্রীতম ঘোষ বলেন, দমকলের কিছু নিয়ম রয়েছে। কোথাও নিয়ে গিয়ে এত বড় প্রতিমা বিসর্জন দেওয়া সম্ভব নয়। যাতে দমকলের সাহায্যে এই কাজ করা যায় তাই জেলা শাসককে চিঠির মাধ্যমে আবেদন জানিয়েছিলেন। সেই অনুযায়ী এদিন প্রতিমা গলিয়ে দেওয়ার উদ্যোগ দমকলের তরফে নেওয়া হয়েছে।

In Jalpaiguri two big idols were melted with water by the fire brigade

এই বিষয়ে জলপাইগুড়ি দমকল বিভাগের স্টেশন অফিসার রামেশ্বর পান্ডে বলেন, তাদের কাছে শহরের দুটি বড় প্রতিমা, অর্থাৎ গোমস্তাপাড়ার সরস্বতী এবং ৫ নম্বর গুমটির রাম প্রতিমা গলিয়ে দেওয়ার আদেশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এসেছে। সরস্বতী প্রতিমা গলানোর পরই তারা রামের প্রতিমা গলানোর প্রক্রিয়া শুরু করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *