বিদ্যাসাগর স্মৃতি পুরস্কারে সম্মানিত ইতিহাসবিদ—অধ্যাপক ড. আনন্দ গোপাল ঘোষকে সম্বর্ধনা জলপাইগুড়িতে (ভিডিও সহ)

জলপাইগুড়ি: উত্তরবঙ্গের ইতিহাসচর্চার মানচিত্রে এক গর্বের মুহূর্ত—সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের “বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার ২০২৫” পেয়েছেন জলপাইগুড়ির প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক ড. আনন্দ গোপাল ঘোষ। রবিবার সন্ধ্যায় তাঁকে ঘিরে সম্মান ও শ্রদ্ধার আবহে অনুষ্ঠিত হলো এক হৃদয়গ্রাহী সম্বর্ধনা অনুষ্ঠান।

জলপাইগুড়ি শহরের বাবুপাড়ার সুভাষ ভবনে এই অনুষ্ঠানটির আয়োজন করে ইতিহাস অনুসন্ধানী শিক্ষক মঞ্চ ও কিরাতভূমি পত্রিকা। শহরের বিশিষ্ট নাগরিক, শিক্ষক ও গবেষকদের উপস্থিতিতে গর্বের সঙ্গে সংবর্ধনা জানানো হয় অধ্যাপক ঘোষকে, যিনি উত্তরবঙ্গ থেকে প্রথম এই মর্যাদাপূর্ণ পুরস্কারে সম্মানিত হলেন।

এই উপলক্ষে কিরাতভূমির সম্পাদক সুমন রায় বলেন, “ড. ঘোষ আমাদের উত্তরবঙ্গের গর্ব। তাঁর এই সাফল্য শুধু একজন ব্যক্তির প্রাপ্তি নয়, এটি আমাদের অঞ্চলের ইতিহাসচর্চার প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতির প্রতীক। তাই তাঁর প্রতি সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব।”

https://youtu.be/BRE3bk201f8

অনুষ্ঠানে বক্তৃতা দেন একাধিক বিদ্বজন, যাঁরা অধ্যাপক ঘোষের গবেষণাধর্মী কাজ, ঐতিহাসিক বিশ্লেষণ ও ছাত্রছাত্রীদের অনুপ্রেরণার কথা উল্লেখ করেন।

এই সম্মাননা শুধু ব্যক্তিগত কৃতিত্বের উৎসব নয়, বরং উত্তরবঙ্গের ইতিহাসচর্চার প্রতি এক নতুন আশাবাদের দীপ্তি। আর সেই দীপ্তির কেন্দ্রে আজ আলোয় ভাসছেন অধ্যাপক ড. আনন্দ গোপাল ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *