অরুন কুমার : ভারত ও নেপাল দুই পাশাপাশি প্রতিবেশী দেশ সুদূর অতীত থেকে পারস্পরিক সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। এই দুই দেশের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে । এর সঙ্গে যুক্ত হতে চলেছে সাইকেল পর্যটন যা আগামী দিনে দু’দেশের সম্পর্ককে আরো সুদৃঢ় করে তুলবে এই বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এবারের শিলিগুড়ি সিটি সেন্টারে আয়োজিত হয়ে গেলো বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত উৎসবে যোগ দিতে এসে জানিয়েছেন নেপাল সাইকেল দলের প্রধান আকাশ শ্রেষ্ঠ।
তিনি মনে করেন আগামী দিনে পর্যটনের ক্ষেত্রে নতুন দিশা দেখাতে চলেছে এই সাইকেল সাইকেল পর্যটন। দুটি দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ককে বিকাশের লক্ষ্যে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সেইসঙ্গে পর্যটনের নতুন নিশা দেখাতে ও অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আগামী দিনে । একথা বলেছেন দলের প্রধান আকাশ শ্রেষ্ঠ। এরপর এই সাইকেল ১৫ জনের এই সাইকেল দল শিলিগুড়ি শহর পরিক্রমা করে হিলকার্ট রোড হয়ে বাগডোগরা, হাতিঘিসা, নকশালবাড়ি, পানিট্যাংকি হয়ে কাকর ভিটা নেপাল ফিরে যায়, সেইসঙ্গে দিয়ে যায় সাইকেল পর্যটন সম্পর্কে এক অভিনব বার্তা। এই সাইকেল পর্যটন মধ্যে দিয়ে শারীরিক মানসিক এবং পরিবেশগত উন্নতি করা সম্ভব ।
এই সাইকেল পর্যটন উভয় দেশের নতুন প্রজন্মের ছেলেমেয়েদেরকে আর্থিক স্বনির্ভরতার পথ দেখাবে ।