সন্ধ্যা নামতেই চিতাবাঘের আতঙ্ক দানা বাঁধছে ধুপগুড়ি শহরে

ধূপগুড়ি : সন্ধ্যা নামতেই চিতাবাঘের আতঙ্ক দানা বাধছে শহরের জঙ্গলপাড়ায়। একটি ছাগল আহত হয়েছে চিতাবাঘের হানায় বলে দাবি এলাকাবাসীদের। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের ১ নং ওয়ার্ডের জঙ্গলপাড়া এলাকায়। চিতাবাঘ দেখে আতঙ্কিত কোয়েল সরকার। সন্ধ্যায় গরু নিয়ে বাড়িতে ঢুকে হাত মুখ ধুতে কলপাড়ে গিয়েছিল সে। হঠাৎই কলের পাড়ের পাশেই দেখতে পায় চিতাবাঘটিকে। দেখেই কোনো রকমে দৌড়ে পালিয়ে যায় কোয়েল। এদিকে ঘটনা আশেপাশে দু একজনকে জানালে তারাও চিতাবাঘের খোজ করতে শুরু করে। খবর দেওয়া হয় বনদফতরে। বনকর্মীরা ঘটনাস্থলে এসে তল্লাশি চালায়। কিন্তু দু একটি পায়ের ছাপ ছাড়া চিতাবাঘের দেখা মেলেনি। স্থানীয় বাসিন্দা কৃষ্ণপদ রায় বলেন,পাড়ার বোনের কথা শুনে আমরা কয়েকজন খোজ করি কোনদিকে রয়েছে চিতাবাঘটি। ঝোপের মধ্যে চিতাবাঘটিকে দেখতে পাই। এরপর হঠাৎই এলাকা ছাড়ে। কিন্তু একবার যখন ছাগলকে আহত করেছে,সে আবার আসতে পারে। আমরা আতঙ্কে রয়েছি। বনদফতর বলেছে তারা ফের আসবে এবং এলাকার লোকজনকে সাবধান থাকার কথা বলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *