আমিরুল ইসলাম, মালদা, ১৯ অক্টোবর’২৩ : আগুনে পুড়ে ছাই দুর্গাপূজার মন্ডপ। মালদার ইংরেজবাজার শহরের রবীন্দ্রভবন এলাকার ঘটনা। পঞ্চমীর সন্ধ্যায় পুড়ে ছাই হয়ে গেল আমরা সবাই ক্লাবের পুজো মন্ডপ। তবে ভয়াবহ অগ্নিকান্ড এই কারণ এখনো জানা যায়নি।

ঘটনাস্থলে দমকল সহ জেলা পুলিশ সুপার ও ইংরেজবাজার থানার আইসি। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে পুড়ে ছাই প্রতিমা সহ প্যান্ডেল সমস্ত কিছুই। বৃহস্পতিবার সন্ধ্যে ছটা নাগাদ আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।