একই রাতে বাছুরসহ সাতটি গরু চুরির ঘটনায়; চাঞ্চল্য

কিবরিয়া হোসেন, ধুপগুড়ি, ২৫ নভেম্বর’২৩ : একই রাতে বাছুরসহ সাতটি গরু চুরির ঘটনা ঘটলো ধুপগুড়ির দক্ষিণ গোসাইর হাটের বালাকুড়া পাড় এলাকায়।গরু চুরি ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। ঘটনাস্থলে ধুপগুড়ি থানার পুলিশ। গরুর দুধ বিক্রি করে সংসার চলত এবার সেই গাভী গরু বাছুরসহ চুরি যাওয়ায় বিপাকে পড়লেন জগদীশ রায় বসন্ত রায়রা। জানা গেছে শুক্রবার রাত আনুমানিক আড়াইটা নাগাদ ধুপগুড়ির সাকোয়া ঝোড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোসাইর হাটের বালাকুড়া পাড় এলাকায় গরু চুরি হয়। এদিন রাতে ঝালটিয়ার হাট থেকে ধুপগুড়ির অভিমুখে রাস্তা সংলগ্ন চারটি বাড়ি থেকে বাছুরসহ মোট সাতটি গরু চুরি হয়। চুরি হয়ে যাওয়া গরুর মালিকরা প্রত্যেককেই ধুপগুড়ি থানায় লিখিত অভিযোগ করেন। এলাকাবাসীরা  অভিযোগের সুরে জানান সরকারের কাছে আমাদের আবেদন খুব শীঘ্রই যেকোনো যানবাহনে বিশেষ করে পিকআপে গরু বহন করা বন্ধ করুক সরকার। তারা বলেন পিকআপে করেই বেশি করে গরু চুরির ঘটনা ঘটছে।  গরু চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে গরু চুরির ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a reply

  • Default Comments (0)
  • Facebook Comments

Your email address will not be published. Required fields are marked *