সিডনি হারবার ব্রিজের আদলে গজলডোবায় ঝুলন্ত সেতুর উদ্বোধন

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১২ ডিসেম্বর’২৩ : চার বছর ধরে অক্লান্ত পরিশ্রমের পর গতকাল সোমবার উদ্বোধন হয়ে গেল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের গজল ডোবার ভোরের আলোর উপরে ঝুলন্ত সেতু। এই সেতুটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ১০৯ কোটি টাকা। বানারহাট থেকে ভার্চুয়ালি এই সেতুর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় সেতুটি। সেতুটির উদ্বোধন হতেই পর্যটকদের ভিড় দেখা যায় নতুন সেতুর উপর। নতুন সেতুর উপরে ওঠে বহু পর্যটককে সেলফি ছবি তুলতে দেখা যায়।

এমনিতেই গজল ডোবায় রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প ভোরের আলো। যার মধ্যে হোম কটেজ, নৌকা বিহার। সেই সাথে গজলডোবার পর্যটন কেন্দ্রের মাত্রা আরও বাড়িয়ে তুলতে ঝুলন্ত সেতু তৈরি করার উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। এরই অঙ্গ হিসেবে তৈরি হয়েছে গজলডোবার এই ঝুলন্ত সেতু।

Inauguration of suspension bridge in Ghazaldoba modeled after Sydney Harbor Bridge

এই বিষয়ে চিফ ইঞ্জিনিয়ার অজিত কুমার সাহা জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি ভাবে আজ এই নতুন সেতুর উদ্বোধন করলেন। সিডনি হারবার ব্রিজের আদলে গজলডোবায় ঝুলন্ত সেতু তৈরি করা হয়েছে। চার বছর ধরে প্রায় ১০৯ কোটি টাকা ব্যয়ে এই সেতুটি তৈরি করা হয়েছে। আজ থেকে সর্ব সাধারণের জন্য খুলে দেওয়া হলো সেতুটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *