সংবাদদাতা, জলপাইগুড়ি : ক্ষুদ্র চা চাষীদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে চা উৎপাদন করতে প্রশিক্ষণ সেন্টারের উদ্বোধন হল মঙ্গলবার। এ দিন জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির কদমতলা সংলগ্ন পাটগোলা অফিসে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণ সেন্টারের উদ্বোধন করলেন জেলা শাসক মৌমিতা গোদারা।

জেলাশাসক মৌমিতা গোদারা বলেন, খুব ভাল উদ্যোগ৷ আগামীতে দেখা হবে কতটা ভাল কাজ হচ্ছে । তারপর আমাদের দিক থেকে কি করা যায় দেখা হবে।

অন্যদিকে জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী বলেন, “বড় প্রজেক্ট। ৩৫ হাজার কৃষক চা উৎপাদনে যুক্ত। এখন চাষিদের আপডেট হতে হবে। উত্তরবঙ্গের প্রায় ৭০শতাংশ চা আমরা উৎপাদন করি। এই কারণে অত্যাধুনিক আবহাওয়া আগাম খবর পাওয়ার জন্য দশটি যন্ত্র বসানো হয়েছে। অন্যদিকে হাতে কলমে চা চাষি সহ সকল কৃষককে প্রশিক্ষণ দেওয়ার সেন্টারের উদ্বোধন করা হল।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক বেসরকারি মোবাইল সংস্থার তরফে হেড সিএসআর নিলয় রঞ্জন ও ডাইরেক্টর শতদ্রু চট্টোপাধ্যায় এছাড়া ক্ষুদ্র চা চাষি সমিতির জেলা সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী ও সভাপতি রজত রায় কার্জী সহ অন্যান্যরা।