স্কুলের ছাত্রীদের সাথে অশালীন আচরণ; গ্রেপ্তার শিক্ষক

জলপাইগুড়ি : নিজের স্কুলের ছাত্রীদের সাথে অশালীন আচরণের অভিযোগে গ্রেপ্তার হলেন এক শিক্ষক। অভিযুক্ত শিক্ষকের বাড়ি ও স্কুল জলপাইগুড়ি জেলার ক্রান্তী ব্লকে বলে জানা গেছে। স্কুলের প্রধান শিক্ষক থানায় লিখিত অভিযোগ জানানোর পরই অভিযুক্ত পার্শ্ব শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতকে সোমবার আদালতে তোলা হয়। অভিযোগ, মাঝে মধ্যেই অভিযুক্ত শিক্ষক ছাত্রীদের সাথে অশালীন আচরণ করতেন।

Indecency with schoolgirls;  Arrested teacher

ছাত্রীরা স্কুলের প্রধান শিক্ষককে অভিযোগ জানায়। দীর্ঘদিন ধরেই অভিযুক্ত শিক্ষক ছাত্রীদের ছবি, ভিডিও তোলা, ইউনিফর্মে নিজের মুখ মোছা সহ অশালীন কিছু অঙ্গভঙ্গি করতেন বলে অভিযোগ। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে জানতে চাওয়া হলে অভিযুক্ত শিক্ষক মিডিয়ায় কোনও মন্তব্য করতে চাননি। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত জানিয়েছেন, ছাত্রীদের সাথে অশালীন আচরণের অভিযোগে ওই পার্শ্ব শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *