মনোনয়ন পত্র জমা করলেন জলপাইগুড়ি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী নব‍্যেন্দু মৌলিক

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : পুরভোটের মনোনয়ন পত্র জমা করলেন জলপাইগুড়ি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী নব‍্যেন্দু মৌলিক। সোমবার জলপাইগুড়ি মহকুমা শাসকের দপ্তর চত্বরে মনোনয়ন পত্র জমা দিলেন তিনি। ইতিমধ্যে রাজ‍্য নির্বাচন কমিশনের পক্ষ থেকেও পূরভোট নিয়ে নোটিফিকেশন জারি করা হয়েছে নমিনেশন পর্ব চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলবে মনোনয়ন পর্ব। উল্লেখ্য জলপাইগুড়ি পুরসভার জন্য মহকুমা শাসক দপ্তরের পেছনের দিকে কাউন্টার করা হয়েছে। সেখানে ৫টি টেবিলে ২৫টি ওয়ার্ডের প্রার্থীর নমিনেশন গ্রহণ করা হচ্ছে। স্ক্রুটিনি করা হবে ১০ই ফেব্রুয়ারি। কোভিড বিধি মেনেই সমস্ত প্রক্রিয়া চলছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নব‍্যেন্দু মৌলিক (নির্দল প্রার্থী) বলেন, দল মুক্ত গনতন্ত্র এবং অবশ্যই ঐ ওয়ার্ডে (২১) যাতে রাজনীতিমুক্ত ভাবে পুর পরিষেবা সাধারণ মানুষ পান এবং নাগরিকদের পাশে দাঁড়িয়ে যাতে রাজনীতি মুক্তভাবে পুরসভা পরিষেবা পেতে পারেন তার জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *