পিনাকী রঞ্জন পাল : ভারতের দাবা অঙ্গনে নতুন ইতিহাস রচনা করলেন গ্র্যান্ডমাস্টার কোনেরু হাম্পি। নিউইয়র্কের ওয়াল স্ট্রিটে অনুষ্ঠিত ২০২৪ বিশ্ব র্যাপিড ও ব্লিৎজ দাবা চ্যাম্পিয়নশিপে মহিলাদের র্যাপিড ফরম্যাটে বিশ্বসেরার খেতাব জিতে নিলেন তিনি। এটি তাঁর দ্বিতীয় বিশ্ব র্যাপিড চ্যাম্পিয়নশিপ শিরোপা, যা তাঁকে দাবার জগতে আরও উজ্জ্বল করল।
শনিবার অনুষ্ঠিত ফাইনাল রাউন্ডে হাম্পি ইন্দোনেশিয়ার আইরিন খারিশ্মা সুকান্দারের বিরুদ্ধে কালো ঘুঁটি নিয়ে দুর্দান্ত খেলা উপস্থাপন করেন। ১১ রাউন্ডের এই প্রতিযোগিতায় তিনি মোট ৮.৫ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষস্থান নিশ্চিত করেন। তাঁর অসাধারণ খেলার জন্য এই ৩৭ বছর বয়সী দাবাড়ুকে আবারও শ্রেষ্ঠত্বের আসনে বসালো দাবার বিশ্বমঞ্চ।
২০১৯ সালে মস্কোতে প্রথমবারের মতো বিশ্ব র্যাপিড চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন হাম্পি। এরপর দীর্ঘ পাঁচ বছর ধরে তাঁকে খেতাবের জন্য অপেক্ষা করতে হয়। যদিও গতবার রানারআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল, এবার তিনি শেষ দিনে দুরন্ত পারফরম্যান্স করে শিরোপা পুনরুদ্ধার করেন।
কোনেরু হাম্পির এই জয় কেবল তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি ভারতের দাবা অঙ্গনের ক্রমবর্ধমান শক্তির উদাহরণ। ক’দিন আগেই ১৭ বছরের গুকেশ ডোম্মারাজু সর্বকনিষ্ঠ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে বিশ্বনাথ আনন্দের উত্তরসূরি হিসেবে ইতিহাস তৈরি করেছিলেন। এবার হাম্পি তাঁর দ্বিতীয় বিশ্ব র্যাপিড শিরোপা এনে দেশের জন্য গৌরব বৃদ্ধি করলেন।
বিশ্ব র্যাপিড দাবায় একাধিকবার খেতাব জিতেছেন চিনের জু ওয়েনজুন। এবার হাম্পি সেই তালিকায় দ্বিতীয় মহিলা দাবাড়ু হিসেবে নাম লেখালেন। তাঁর এই সাফল্য প্রমাণ করে, ভারতীয় দাবা খেলোয়াড়রা প্রতিনিয়ত নিজেদের দক্ষতা ও মানসিক দৃঢ়তার পরিচয় দিচ্ছেন।
হাম্পির এই সাফল্যের পিছনে রয়েছে অসাধারণ কৌশল এবং দীর্ঘদিনের কঠোর পরিশ্রম। তিনি শুধু দাবার বোর্ডে প্রতিপক্ষকে পরাজিত করেননি, বরং নিজেকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। এ বছর তাঁর দুর্দান্ত পারফরম্যান্স ভারতীয় দাবা ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
কোনেরু হাম্পির এই সাফল্য প্রমাণ করে, দাবার বোর্ডে ভারতীয়দের আধিপত্য ক্রমশ বাড়ছে। অর্জুন এবং পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত এই গ্র্যান্ডমাস্টার দেশের জন্য গর্বের প্রতীক। তাঁর অনুপ্রেরণামূলক যাত্রা আরও অনেক তরুণ দাবাড়ুকে উৎসাহিত করবে। দাবার বিশ্বমঞ্চে ভারতের জয়রথ অব্যাহত থাকবে, আর কোনেরু হাম্পি সেই যাত্রার অন্যতম প্রধান স্থপতি হয়ে থাকবেন।