জলপাইগুড়ি: জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে শহরের কংগ্রেস পাড়ায় অবস্থিত সুস্বাস্থ্য কেন্দ্রে এক্স-রে পরিষেবা চালু করা হলো। বৃহস্পতিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই পরিষেবার শুভ সূচনা করেন পুরমাতা পাপিয়া পাল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ পুরপিতা সৈকত চ্যাটার্জি, কাউন্সিলর মনীন্দ্র বর্মণ, এবং পুরসভার অন্যান্য আধিকারিকরা। স্থানীয় বাসিন্দারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এই বিশেষ দিনটিকে জলপাইগুড়িবাসীর জন্য “শুভ দিন” বলে অভিহিত করেন পুরমাতা পাপিয়া পাল। তিনি বলেন, “আজ থেকে পান্ডা পাড়ার সুস্বাস্থ্য কেন্দ্রে এক্স-রে পরিষেবা চালু হলো। দুয়ারে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে পুরসভা আরও একধাপ এগিয়ে গেল।”
উপ পুরপিতা সৈকত চ্যাটার্জি জানান, “আজ সুস্বাস্থ্য কেন্দ্রে এক্স-রে পরিষেবা চালু করা হলো। আগামীতে আরও কয়েকটি স্বাস্থ্য কেন্দ্র চালু করার পরিকল্পনা রয়েছে, যা বিভিন্ন ওয়ার্ডে স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য করবে।”
জলপাইগুড়ি পুরসভার এই উদ্যোগ জনস্বাস্থ্যের উন্নতিতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।