জলপাইগুড়ি, ২ মে ২০২২ : ডিওয়াইএফ(আই) সর্বভারতীয় সম্মেলন আগামী ১২ থেকে ১৫ ই মে কলকাতার সল্টলেকের এসইজেড কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে চলেছে। ধর্মনিরপেক্ষ ভারত গড়তে সকলের জন্য কর্মসংস্থানের লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে এই সর্বভারতীয় সম্মেলন। সর্বভারতীয় সম্মেলনকে সামনে রেখে ১লা মে সন্ধ্যা ছয়টায় ডিওয়াইএফআই জলপাইগুড়ি শহর লোকাল কমিটির উদ্যোগে জলপাইগুড়ি কলাকুশলীর প্রযোজনায় পথনাটক ও ডিওয়াইএফআই জলপাইগুড়ি শহর লোকাল কমিটির সদস্যদের নিজস্ব উদ্যোগে গীতি আলেখ্য পরিবেশনার মধ্য দিয়ে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে ডিওয়াইএফ আই শহর লোকাল কমিটি।

ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক প্রদীপ দে জানান, মেটেলির পাহাড় থেকে জেলার প্রান্তসীমা সাতকুরা মানিকগঞ্জ পর্যন্ত সন্মেলনের বার্তা সমগ্র জলপাইগুড়ির মানুষের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগামী দিনে সম্মেলনকে সামনে রেখে আরও বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করা হবে। তমোজিৎ রায় রচিত এবং পরিচালিত নাটক “অন্ধকারের দেশে ” পথ নাটক অভিনীত হয় জলপাইগুড়ি শহরের প্রান কেন্দ্র কদমতলায়।
ডিওয়াইএফআই ১১ তম সর্ব ভারতীয় সম্মেলন এর প্রচারকে সামনে রেখে ডিওয়াইএফআই শহর লোকাল কমিটির আমন্ত্রণ জানায় জলপাইগুড়ি কলাকুশলীকে। নাটকের আগে DYFI জলপাইগুড়ি শহর লোকাল এর পক্ষ থেকে গান ও আবৃত্তির কোলাজ পথ চলতি মানুষদের দৃষ্টি আকর্ষণ করে। গানের সাথে উপস্থিত দর্শকরাও গলা মেলান। অন্ধকারের দেশে নাটকটি প্রযোজনা করেন জলপাইগুড়ি কলাকুশলী নাট্য সংস্থা। নাটকটির রচনা নির্দেশনা ছিলেন তমোজিৎ রায়। অভিনয়ে অংশগ্রহণ করেন নীলাঞ্জন গুহ, জয়দীপ মুখার্জি, নয়ন চন্দ, অরিত্র সরকার ও মোহন রায় ও তমোজিৎ রায় সহ অন্যান্য সহ শিল্পীরা।
ডিওয়াইএফআই জলপাইগুড়ি শহর লোকাল কমিটির দায়িত্বপ্রাপ্ত সম্পাদক দেবরাজ বর্মণ জানালেন, অন্ধকারময় সময় এর মধ্য দিয়ে আমাদের দেশ ও দেশের মানুষ চলেছে, রাষ্ট্র কিভাবে পদ দলিত করছে মানুষের অধিকার, প্রতিবাদী কণ্ঠ হচ্ছে ভূলুণ্ঠিত, বিক্রি হয়ে যাচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, কৃষি আইন, শ্রম আইন এনে সরকার কর্পোরেটের ক্রীতদাসে পরিণত করতে চাইছে শ্রমিক কৃষককে। সেই সাথে যুক্ত হয়েছে সীমাহীন দুর্নীতি। লক ডাউনের প্রেক্ষাপটে এই সবই তুলে ধরা হয়েছে এই নাট্য নির্মাণে। আগামী দিনে সর্বভারতীয় সম্মেলনের প্রচারে তারা আরও বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করবেন।