জলপাইগুড়ি: উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ টেকনিক্যাল ফেস্ট “সৃষ্টি-২০২৫” আয়োজিত হলো জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে, ২৭ থেকে ৩১ জানুয়ারি। এই আয়োজনে অন্যতম আকর্ষণ ছিল বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মডেল প্রদর্শনী ও প্রতিযোগিতা “টেক-জিবিশন”, যেখানে এবার প্রথমবারের জন্য অংশগ্রহণের সুযোগ পেয়েছিল বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও।
প্রদর্শনীতে বিভিন্ন উদ্ভাবনী মডেল নজর কাড়ে। স্কুলের পড়ুয়ারা এনার্জি এফিশিয়েন্ট স্মার্ট সিটি, পিথাগোরাসের সূত্র ভিত্তিক মডেল, অটোমেটিক রেইন ডিটেক্টর, বায়োফুয়েল ফ্রম অ্যালগি, ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং হেমোডায়ালিসিসের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে কাজ উপস্থাপন করে। অন্যদিকে, কলেজ পড়ুয়ারা অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরাযুক্ত ছোট গাড়ি প্রদর্শন করে, যা অগ্নিকাণ্ডের সময় উদ্ধারকাজে সহায়তা করতে পারে। এছাড়াও, মহিলাদের সুরক্ষার জন্য তৈরি বিশেষ হ্যান্ড গ্লাভস, ব্রেইল মেশিন, বুদ্ধিমান রোবট এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা মডেলও দর্শকদের আকর্ষণ করে।
“টেক-জিবিশন” বিজ্ঞান মডেল প্রতিযোগিতায় বিদ্যালয় বিভাগে প্রথম পুরস্কার পায় মারোয়ারি বালিকা বিদ্যালয়, তাদের মডেল ছিল “বায়োফুয়েল ফ্রম অ্যালগি”, দ্বিতীয় স্থান অধিকার করে আশালতা বসু বিদ্যালয় তাদের “হেমোডায়ালিসিস” প্রকল্পের জন্য, এবং তৃতীয় স্থান পায় জলপাইগুড়ি হিন্দি হাই স্কুল, তাদের মডেল ছিল “এনার্জি এফিশিয়েন্ট স্মার্ট সিটি”।
কলেজ কর্তৃপক্ষ জানায়, প্রতিবছরই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়, তবে এবারই প্রথমবার স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে তারা বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
“ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানচর্চায় আগ্রহী করে তুলতে এই ধরনের প্রতিযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। এবারের আয়োজন ছিল অত্যন্ত শিক্ষণীয় ও সফল।”- পুস্পা মিশ্রা, শিক্ষিকা, জলপাইগুড়ি মারোয়ারি বালিকা বিদ্যালয়।