ড্রোনের মাধ্যমে চাষের জমিতে কীটনাশক স্প্রে জলপাইগুড়িতে (ভিডিও সহ)

জলপাইগুড়ি : ড্রোনের মাধ্যমে চাষের জমিতে কীটনাশক স্প্রে। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বেলাকোবার কালার বাড়ি এলাকায় পাট চাষের জমিতে ড্রোনের মাধ্যমে কীটনাশক স্প্রে করা হয়। একটি বেসরকারি কীটনাশক সংস্থার পক্ষ থেকে এলাকার চাষীদেরকে জমিতে চাষের অত্যাধুনিক পদ্ধতিতে কীটনাশক স্প্রে করবার জন্য ড্রোনের ব্যবহার দেখানো হয়। নতুন পদ্ধতিতে চাষের জমিতে কীটনাশক স্প্রে দেখতে চাষীরা ভিড় জমান।

Insecticide spraying on agricultural land by drone in Jalpaiguri

এ বিষয়ে জলপাইগুড়ি জেলার প্রথম মহিলা ড্রোন পাইলট পূজা রায় বলেন, আমি এই ড্রোন চালানোর প্রশিক্ষণ নিয়ে এই প্রকল্পে কাজ করছি। এই অত্যাধুনিক প্রযুক্তির ড্রোনের মাধ্যমে চাষের জমিতে কীটনাশক ব্যবহার চাষের ক্ষেত্রে অর্থ, সময়ও যেমন বাঁচবে, কীটনাশক স্প্রে-র ক্ষতিকর প্রভাব থেকেও চাষীদের মুক্তি মিলবে ।

চাষী জিনুস ওরাও বলেন, আমি আমার দুই বিঘা পাটের জমিতে কীটনাশক স্প্রে করালাম। হাতে স্প্রে করলে আমার সময় লাগতো চার ঘণ্টা, সেখানে ড্রোনের মাধ্যমে কুড়ি মিনিটের মতো সময় লেগেছে। যদি ভালো ফল পাই তাহলে আগামিদিনেও আমি ড্রোনের মাধ্যমে কীটনাশক স্প্রে করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *