শিলিগুড়ি : নামী দোকান থেকে মটন বিরিয়ানি কিনে খাওয়ার পর যা ঘটল, তা কেউ ভাবতেও পারেননি! সুস্বাদু খাবারের বদলে পোকাভর্তি মাংস, আর তা খেয়ে অসুস্থ হলেন এক পরিবারের সদস্যরা।
ঘটনাটি শিলিগুড়ির লেকটাউনের এক জনপ্রিয় বিরিয়ানির দোকানে। স্বল্প মূল্যের কারণে এখানে সারাদিনই মানুষের ভিড় লেগে থাকে। গতকাল রাতে এক ক্রেতা বেশ কয়েক প্যাকেট মটন বিরিয়ানি কিনে বাড়ি নিয়ে যান। কিন্তু খাওয়ার সময় পরিবারের সদস্যরা দেখেন, বিরিয়ানির মাংসে পোকা। তৎক্ষণাৎ কেউ কেউ বমি করতে শুরু করেন, অনেকেই অসুস্থ বোধ করেন।

রাগে, ক্ষোভে সেই ক্রেতা সঙ্গে সঙ্গে দোকানে ফিরে যান। কিন্তু দোকানদার অভিযোগ অস্বীকার করেন। তাতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমে যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর দেওয়া হয় এনজেপি থানায়।

পুলিশ এসে পরিস্থিতি খতিয়ে দেখে দোকানের পাঁচজন কর্মীকে আটক করে। তবে প্রশ্ন উঠছে, এই ধরনের খাবার বিক্রির অনুমতি কীভাবে পেল এই দোকান? কেনই বা পুরনিগমের নজরদারিতে ছিল না?
এ বিষয়ে পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার ফোনে জানিয়েছেন, “সমস্থ বিষয় খতিয়ে দেখা হচ্ছে, দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।”
ঘটনার পরিপ্রেক্ষিতে দোকানটি আপাতত বন্ধ রাখা হয়েছে।