সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৫ নভেম্বর’২৩ : কোলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামোর নির্মীয়মান কাজ শনিবার পরিদর্শন করতে আসেন বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি বিশ্বজিৎ বসু।

বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি বিশ্বজিৎ বসু আজ পাহাড়পুরে অবস্থিত স্থায়ী নির্মীয়মান আদালত বিল্ডিং এর কাজ পরিদর্শন করতে আসেন ৷

এই কাজের সাথে যুক্ত সমস্ত দপ্তরকে সঙ্গে নিয়ে বৈঠক করেন তারা৷ বৈঠক শেষে গোটা ক্যাম্পাসের সমস্ত আধিকারিকদের নিয়ে ঘুরে দেখেন বিচারপতিরা। উল্লেখ্য সদরব্লকের পাহাড়পুর গ্রামপঞ্চায়েতের অন্তর্গত পাহাড়পুর মোড় ও গোশালা মোড়ের মাঝে জাতীয় সড়ক ধারে তৈরি হচ্ছে ভবনটি।
