জলপাইগুড়ি: রাজ্য সরকারের নির্দেশে জলপাইগুড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করলেন হাউস ফর অল প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও কর্মীরা। শুক্রবার পুরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে উপভোক্তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন হাউস ফর অল-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা স্বরূপ মণ্ডল।
পরিদর্শনের সময় কর্মকর্তারা উপভোক্তাদের বাড়ি পরিদর্শন করে দেখেন, সরকার অনুমোদিত অনুদান ঠিকমতো ব্যবহার করে উপভোক্তারা ঘর তৈরি করছেন কিনা। পাশাপাশি, যেসব উপভোক্তা ইতিমধ্যেই টাকা পেয়েছেন, তাদের কাজের অগ্রগতি খতিয়ে দেখা হয়।

স্বরূপ মণ্ডল জানান, কিছু উপভোক্তার হাউস ফর অল প্রকল্পের কিস্তির টাকা এখনো বকেয়া রয়েছে। তবে সেই অর্থ দ্রুত ছাড় করার আশ্বাস দিয়েছেন তিনি। অন্যদিকে, জলপাইগুড়ি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের উপভোক্তারা জানান, তারা নিয়মমাফিক কিস্তির টাকা পেয়েছেন এবং ঘর তৈরির কাজও সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে।
এই পরিদর্শনের মাধ্যমে প্রকল্পের কাজের গতি ও স্বচ্ছতা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। পুরসভার কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন, উপভোক্তাদের যেকোনো সমস্যার দ্রুত সমাধান করা হবে।