করলা নদীর দুই ধারের অ্যালির বেহাল দশা, পরিস্থিতি খতিয়ে দেখলেন পুরসভার বিদ্যুৎ দপ্তরের আধিকারিক

জলপাইগুড়ি: করলা নদীর দুই ধারের সৌন্দর্যায়নের জন্য একসময় যে অ্যালি তৈরি করা হয়েছিল, তা আজ ভগ্ন দশায় পরিণত হয়েছে। বিশ্ব বাংলা সংলগ্ন জলপাইগুড়ি পুরসভার আওতাধীন এই অ্যালি ও তার সংলগ্ন এলাকা বৃহস্পতিবার পরিদর্শন করলেন জলপাইগুড়ি পুরসভার বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক লোপামুদ্রা অধিকারী।

পরিদর্শন শেষে লোপামুদ্রা অধিকারী জানান, “অ্যালির অবস্থা অত্যন্ত শোচনীয়। সরকারি সম্পত্তি ব্যাপকভাবে নষ্ট করা হয়েছে। বসার জায়গাগুলি, সৌন্দর্যায়নের জন্য বসানো বিভিন্ন অবকাঠামো এবং বিদ্যুৎ সংযোগের ব্যবস্থাও দুষ্কৃতীদের তাণ্ডবে ধ্বংস হয়ে গেছে।”

Inspection of the poor condition of the alleys on both sides of the river Karla

তিনি আরও জানান, করলা নদীর এই অ্যালি একসময় শহরের সৌন্দর্য বাড়িয়েছিল। কিন্তু আজ তা দুষ্কৃতীদের কার্যকলাপের কারণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এলির প্রাথমিক পরিস্থিতি পুনরুদ্ধারের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

পুরসভার এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে নতুন করে আশা জাগিয়েছে। শহরের ঐতিহ্যবাহী এই অ্যালিকে আবারও প্রাণবন্ত করে তোলার জন্য স্থানীয় বাসিন্দারা পুরসভার তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *