সংবাদদাতা, জলপাইগুড়ি : শনিবার জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নির্মীয়মান একাডেমিক ভবনের কাজ পরিদর্শনে আসেন ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন ( ডিএমই) দেবাশিস ভট্টাচার্য। এদিন তিনি নির্মীয়মান ভবন পরিদর্শনের পাশাপাশি জলপাইগুড়ি সদরে ছাত্রছাত্রীদের পড়াশোনার জায়গা সহ মেডিক্যাল কলেজের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। এদিন তিনি মেডিক্যাল কলেজের প্রিন্সিপালের সাথে কলেজের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এর পরে টিবি হাসপাতাল পাড়ায় নির্মীয়মান মেডিক্যাল কলেজের ভবন পরিদর্শনে যান। সেখানে কথা বলেন ভবন নির্মানের দ্বায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারদের সাথে। পরে সংবাদমাধ্যমকে ডিএমই দেবাশিস, ভট্টাচার্য বলেন মেডিক্যাল কলেজের প্রথম বর্ষের ক্লাস ইতিমধ্যেই শুরু হয়েছে। এবার ভবন পরিদর্শনের মাধ্যমে দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু হবে। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে কিভাবে সমস্ত কিছু শেষ করা যায় সেই বিষয়টি দেখা হচ্ছে। এর জন্য কথা বলা হয়েছে বিভিন্ন বিভাগের সদস্য এবং ইঞ্জিনিয়ারদের সাথে। সমস্ত কিছু দেখে নিয়েই পরবর্তী পরিকল্পনা করা হবে বলে জানান তিনি।
