জলপাইগুড়ি : সাম্প্রতিক বন্যায় জলপাইগুড়ি সদর ব্লকের একাধিক এলাকা এখনো জলমগ্ন ও বিপর্যস্ত। বিশেষত খড়িয়া অঞ্চলের দক্ষিণ সুকান্তনগর এলাকায় বহু পরিবার ত্রাণের অভাবে চরম দুর্দশায় দিন কাটাচ্ছিলেন। অভিযোগ, এতদিন সরকারি সাহায্য তেমনভাবে পৌঁছায়নি সেখানে।
পরিস্থিতি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নজরে আসতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান INTTUC-র সদর ব্লক সভাপতি শুভঙ্কর মিশ্র। তিনি নিজে দুর্গত এলাকা পরিদর্শন করে পরিস্থিতি বুঝে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের (BDO) সঙ্গে যোগাযোগ করেন এবং অবিলম্বে ত্রাণসামগ্রী ও প্রয়োজনীয় জিনিস পাঠানোর ব্যবস্থা করেন।
স্থানীয়দের বক্তব্য, বন্যার প্রথম দিন থেকেই শুভঙ্কর মিশ্র ও তাঁর সহকর্মীরাই একমাত্র পাশে থেকেছেন দুর্গত মানুষদের। খাবার, ওষুধ, পোশাক ও আশ্রয়ের ব্যবস্থা করতে তারা সক্রিয় ভূমিকা নিয়েছেন।
এক দুর্গত বাসিন্দা বলেন, “জল ওঠার পর থেকে শুধু শুভঙ্কর বাবুদেরই পাশে পেয়েছি। অন্য কেউ খোঁজ নেননি। ওনারা না থাকলে আমরা জানি না কী করতাম।”
INTTUC-র এই মানবিক পদক্ষেপে দক্ষিণ সুকান্তনগরের মানুষদের মুখে ফিরেছে কিছুটা স্বস্তির হাসি। শুভঙ্কর মিশ্র জানান, “মানুষ বিপদে পড়লে রাজনীতি নয়, মানবতাই আগে। যতদিন না সবাই স্বাভাবিক জীবনে ফিরছে, ততদিন আমাদের সাহায্য অব্যাহত থাকবে।”
বন্যায় ক্ষতিগ্রস্ত অঞ্চলে এই দ্রুত তৎপরতা ও দায়িত্বশীল ভূমিকা স্থানীয় মহলে প্রশংসিত হয়েছে।
