নিয়ম মেনে কর্মী নিয়োগের দাবিতে INTTUC -র বিক্ষোভ

জলপাইগুড়ি : নিয়ম মেনে কর্মী নিয়োগের দাবিতে জলপাইগুড়ির রানীনগর শিল্পতালুকে বিক্ষোভে সরব হলেন আইএনটিটিইউসির সদর ব্লক ২-এর নেতাকর্মীরা। সোমবার রানীনগরের বিভিন্ন কারখানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। অভিযোগ, স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগত শ্রমিক নিয়োগ করছে কোম্পানি ও ভেন্ডাররা।

সংগঠনের নেতারা অভিযোগ করেন, স্থানীয় শ্রমিকদের বাদ দিয়ে বহিরাগত কর্মীদের কাজে নিযুক্ত করা হচ্ছে, যার ফলে বঞ্চিত হচ্ছেন স্থায়ী শ্রমিকরা। শুধু তাই নয়, কর্মরত শ্রমিকদের হঠাৎ বসিয়ে দেওয়া বা কাজ থেকে অব্যাহতি দেওয়ার মতো ঘটনাও ঘটছে।

আইএনটিটিইউসির সদর ব্লক ২-এর কনভেনার রাজু সাহানি বলেন, “রানীনগর শিল্পতালুকে একনায়কতন্ত্র চলছে। স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগত কর্মী নিয়োগ করা হচ্ছে, যা মেনে নেওয়া যাবে না। এছাড়া একটি পানীয় জলের কারখানায় হাজিরা নিয়েও বৈষম্য চলছে।”

তিনি আরও জানান, এর আগেও কোম্পানিগুলিকে বিষয়টি নিয়ে লিখিতভাবে জানানো হয়েছিল। কিন্তু কোনো প্রতিক্রিয়া মেলেনি। “জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব,” হুঁশিয়ারি দেন তিনি।

সংগঠনের তরফে দ্রুত এই সমস্যা সমাধানের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। অন্যথায় আগামী দিনে শ্রমিকদের নিয়ে আরও বড় আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি চলছে বলে জানান নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *