IPL 2025 : গুজরাতকে উড়িয়ে দিল এলএসজি, পুরান-মার্করামের ব্যাটে জয়ের হাওয়া

স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত শুরু, কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারল না গুজরাত। শুভমন গিল ও সাই সুদর্শনের ঝোড়ো ইনিংসে ১২ ওভারেই যখন স্কোরবোর্ডে ১২০ রান— তখন মনে হচ্ছিল, ২০০ পেরনো শুধু সময়ের অপেক্ষা। কিন্তু এরপরই যেন ছন্দপতন। মিডল অর্ডারের ভাঙনে শেষ পর্যন্ত ১৮০ রানে থেমে গেল গুজরাত টাইটান্স।

গিল (৬০) ও সুদর্শন (৫৬) দারুণ ওপেনিং জুটি গড়লেও, পরবর্তীতে কেউই তেমনভাবে দায়িত্ব নিতে পারেননি। রাডারফোর্ড ছাড়া বাকিরা ছিলেন ফ্লপ। এলএসজির হয়ে বল হাতে ঝলক দেখালেন শার্দুল ঠাকুর ও রবি বিষ্ণোই— দু’জনেই নিলেন ২টি করে উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে এলএসজি যদিও এক মুহূর্তের জন্যও চাপে পড়েনি। ওপেনিংয়ে নামা ঋষভ পন্ত ফেরেন ২১ রানে, কিন্তু তাতেও কিছুমাত্র হেলদোল হয়নি। এরপর নামেন এইডেন মার্করাম (৫৮) ও নিকোলাস পুরান (৬১)। ঝড় তুলে খেলেন দু’জনেই। বিশেষ করে পুরানের ব্যাট যেন আজ আগুন হয়ে উঠেছিল। তাঁর দুরন্ত হিটিং-এ ৩ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নেয় এলএসজি।

চলতি আইপিএলে ঘরের মাঠে এটি এলএসজির চতুর্থ জয়। অন্যদিকে, গুজরাতকে এই ম্যাচে ভালো শুরুর পরও খালি হাতে ফিরতে হল।

ম্যাচের নায়ক: নিকোলাস পুরান— ব্যাটে ঝড় তুলে ম্যাচ শেষ করে দিলেন অনায়াসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *