IPL FAN PARK : শহর জলপাইগুড়ির মিলন সংঘ ময়দান হয়ে উঠবে রাতের ইডেন

জলপাইগুড়ি : জলপাইগুড়ির ক্রিকেট প্রেমীদের জন্য বড় চমক! এবার সরাসরি জলপাইগুড়িতে বসেই আইপিএলের স্বাদ নিতে পারবেন জলপাইগুড়ির ক্রিকেট প্রেমীরা। জলপাইগুড়ি শহরে আগামী ১১ ও ১২ই মে থাকছে ফ্যান পার্কের মধ্যে লাইভ খেলা দেখার সুযোগ।

বিসিসিআই ও আইপিএলের উদ্যোগে এবার জলপাইগুড়ি শহরে গড়ে তোলা হচ্ছে ফ্যান পার্ক। ১১মে শনিবার সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে চলেছে কেকেআর ভার্সেস মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচ। ম্যাচটি জলপাইগুড়ি শহরবাসী জলপাইগুড়িতে বসেই উপভোগ করতে পারবেন।

শুধু তাই নয় ১২ই মে রবিবার বিকেলে চেন্নাই সুপার কিংস ভার্সেস রাজস্থান রয়্যালস আর রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভার্সেস দিল্লি ক্যাপিটালসের ম্যাচ দুটিও উপভোগ করতে পারবেন জলপাইগুড়িতে বসেই।

জলপাইগুড়ি শহরের দেশবন্ধু পাড়ার মিলন সংঘ ময়দানে আয়োজন করা হচ্ছে আইপিএল ফ্যান পার্ক। আর সেই ফ্যান পার্কের মধ্যেই জায়েন্ট স্ক্রিনের মাধ্যমে আইপিএলের খেলার সরাসরি সম্প্রচার দেখানো হবে। ইতিমধ্যে ফ্যান পার্কের কাজ জোরকদমে শুরু হয়ে গেছে।

গেছে, শনিবার ম্যাচের আগে ফ্যান পার্কের গেট খুলে যাবে ক্রিকেটপ্রেমীদের জন্য। ফ্যান পার্কে ঢুকতে কোন প্রবেশমূল্য থাকছে না। তবে, অনুরাগীদের ভেন্যুতে খাবার এবং পণ্যদ্রব্য কিনতে খরচ করতে হবে।ফ্যান পার্কে থাকবে সংগীত, পণ্যদ্রব্য, খাবারের স্টল, পানীয় এবং আইপিএল দ্বারা স্পনসর করা বিভিন্ন মজার ক্রিয়াকলাপ সহ মজা এবং বিনোদন।

আইপিএল-এর ক্রমবর্ধমান জনপ্রিয়তার সাথে, বিসিসিআই (ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড) আইপিএল ফ্যান পার্কের মাধ্যমে দেশের প্রতিটি ভক্তের কাছে টুর্নামেন্টটি নিয়ে যেতে কোনো কসরত রাখছে না। ফ্যান পার্কের মূল লক্ষ্য হল ভক্তদের তাদের নিজ নিজ শহরে স্টেডিয়ামের মতো অনুভূতি প্রদান করে খেলার একটু কাছাকাছি নিয়ে আসা। IPL ২০২৪-এ মোট ৫০টি শহর IPL ফ্যান পার্কের আয়োজন করবে। আয়োজকদের আশা এক মিলিয়নেরও বেশি ক্রিকেটপ্রেমী সারা দেশের ফ্যান পার্কে উত্তেজনায় যোগ দেবে।

আইপিএল ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে এক আলাদা উদ্দীপনা কাজ করে। তবে জলপাইগুড়ির মানুষেরা এবার যে সুযোগ পেতে চলেছে তা রীতিমত চিন্তার বাইরে ছিল সকলের। তবে এই সুযোগ পেয়ে জলপাইগুড়ির ক্রিকেট প্রেমীরা দারুন খুশি। ফ্যান পার্কের ওই দুইদিন উপচে পড়া ভিড় চোখে পড়বে এটা নিঃসন্দেহে বলা সম্ভব। তাছাড়া সমগ্র বিশ্বের কাছে জলপাইগুড়ির যে নাম ছড়িয়ে পড়বে সেটা ভেবেই সকলে আরোও অনেকটাই বেশি আনন্দিত হয়ে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *