বিশ্বজিৎ নাথ, কলকাতা, ৪ নভেম্বর’২৩ : আন্দোলনের মুখ ঘুরিয়ে দিতেই গোটা দেশ জুড়ে ইডি-সিবিআইকে ব্যবহার করা হচ্ছে। শনিবার নৈহাটি শহর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত অবস্থান বিক্ষোভে অংশ নিয়ে এমনটাই বললেন রাজ্যের সেচমন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। ইডি-র হাতে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেছেন, দিদি সব জানেন। এপ্রসঙ্গে সেচমন্ত্রীর সাফাই, জ্যোতিপ্রিয় বলেছেন তিনি দুর্নীতি করেন নি। সেটা মমতা ব্যানার্জি জানেন। সেচমন্ত্রী পার্থ ভৌমিক আরও বলেন, কেন্দ্রের জনবিরোধী নীতি ও বঞ্চনার বিরুদ্ধে একশো দিনের টাকা ও আবাস যোজনার টাকা আদায়ে আন্দোলন জারি থাকবে। মমতা ব্যানার্জির নেতৃত্বে আন্দোলনের সুনামি হবে। নৈহাটির গরুর ফাঁড়ি মোড়ে অবস্থান বিক্ষোভে সেচমন্ত্রী ছাড়াও নৈহাটি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি সনৎ দে, পুরপ্রধান অশোক চ্যাটার্জি প্রমুখ।
