বাগডোগরা, ১৮ মার্চ: আবারও মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এসওজি (স্পেশাল অপারেশন গ্রুপ) এবং বাগডোগরা থানার পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ব্রাউন সুগারসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
সূত্রের খবর, সোমবার বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন জাতীয় সড়কের পাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল অভিযুক্ত। পুলিশের অনুমান, মাদকের হাতবদলের জন্যই সেখানে অপেক্ষা করছিল সে। গোপন সূত্রে খবর পেয়েই সাদা পোশাকের পুলিশ অভিযান চালায় এবং অভিযুক্তকে আটক করে তল্লাশি চালায়।

তল্লাশিতে তার কাছ থেকে ৫০৭ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়, যার কালোবাজারি মূল্য কয়েক লক্ষ টাকা হতে পারে বলে ধারণা। ধৃতের নাম চমন আলী, বাড়ি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে সে কিছু তথ্য দিলেও, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
ধৃতকে মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। বাগডোগরা থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং এই মাদক কারবারের পিছনে থাকা বড় চক্রের সন্ধানে তৎপর হয়েছে। এই ঘটনার সঙ্গে কোনো আন্তঃরাজ্য বা আন্তর্জাতিক মাদক চক্রের যোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
বাগডোগরা এলাকা মাদক পাচারের জন্য গুরুত্বপূর্ণ করিডর হয়ে উঠেছে বলে মনে করছে পুলিশ। একের পর এক মাদক চক্র ধরা পড়লেও তস্কররা বারবার নতুন পন্থা নিচ্ছে মাদক পাচারের জন্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই চক্রের মূল পান্ডাদের ধরতে আরও বড় অভিযানের পরিকল্পনা চলছে।
স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, এভাবে বারবার মাদক উদ্ধার হওয়া অত্যন্ত উদ্বেগজনক। প্রশাসনের আরও কঠোর হওয়া উচিত, যাতে এই ধরনের অবৈধ কর্মকাণ্ড পুরোপুরি বন্ধ করা যায়।