নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৭ মে ২০২২ : জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বৈকণ্ঠপুর রাজবাড়ির বিভিন্ন এলাকা বেদখল হয়ে যাচ্ছে।

এ সংক্রান্ত বিষয়ে জেলাশাসককে দৃষ্টি আকর্ষণ করতে মঙ্গলবার জেলা শাসক দফতরে উপস্থিত হলেন নর্থ ইস্ট ফাউন্ডেশনের সদস্যরা। ফাউন্ডেশনের সদস্য গোবিন্দ রায় বলেন, রাজবাড়ীকে বর্তমানে হেরিটেজ ঘোষণা হয়েছে। এখানে কোনোভাবেই কনস্ট্রাকশন করা যায় না।

কিন্তু দিনের পর দিন এখানে জমি দখল করে বিভিন্ন কনস্ট্রাকশন হচ্ছে বলে অভিযোগ। এক্ষেত্রে হেরিটেজ কমিশনের ডাইরেকশন অমান্য করা হচ্ছে। আমরা এ-সংক্রান্ত বেশকিছু নথি ও কাগজপত্র জেলা শাসকের কাছে জমা দিলাম। দিনের পর দিন এই এলাকায় জমি দখল করে বিভিন্ন কাজ চলছে। পাশাপাশি মন্দিরগুলো সংস্কার হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। তাই এই বিষয়ে আজ জেলাশাসককে জানানো হলো। উনি বিষয়গুলো খতিয়ে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন বলেও জানান গোবিন্দ বাবু।