ক্যানেলের জল সব জমিতে না পৌঁছানোয় চাষ করতে পারছেন না কৃষকরা বলে দাবি

জলপাইগুড়ি : শুরু হয়েছে বোরো ধান চাষের মরসুম। জলপাইগুড়ি জেলার বিভিন্ন গ্রামীণ এলাকার পাশাপাশি সদর ব্লকেও বিভিন্ন জায়গায় এখন কৃষকরা ব্যস্ত বোরো ধান চাষে। কিন্তু অরবিন্দ,খড়িয়া প্রভৃতি গ্রাম পঞ্চায়েত এলাকার তিস্তা নদীর ক্যানেলের জল পার্শ্ববর্তী সব জমিতে পৌঁছাচ্ছে না বলে অভিযোগ একাংশ কৃষকদের।

It is claimed that the farmers are not able to cultivate because the canal water does not reach all the lands

সেক্ষেত্রে তারা অর্থনৈতিক সমস্যার কারণে পাম্প সেট বা জলের মেশিন কিনতে পারছেন না বলে জানান। জলপাইগুড়ি কৃষি দপ্তরের সাথে যোগাযোগ করেও তাদের কোনও লাভ হয়নি বলেও অভিযোগ। তাই বাধ্য হয়ে অনেক কষ্টেই জলসেচের ব্যবস্থা তাদের করতে হচ্ছে বলে জানান তারা। এদিকে ক্যানেলের জল পার্শ্ববর্তী সব জমিতে না পৌঁছানোর কারণে একাধিক কৃষক বোরো ধান চাষ করতে পারছেন না বলে দাবি।

এ বিষয়ে জলপাইগুড়ি সদর ব্লক কৃষি দপ্তরের সহ কৃষি অধিকর্তা (প্রশাসক) পাপিয়া ভট্টাচার্য বলেন, আমরা বিভিন্ন স্কিমে ভর্তুকির মাধ্যমে কৃষকদের পাম্প সেট দিয়ে থাকি। কিন্তু দুঃখের বিষয় হল অনেক কৃষকই এর জন্য আবেদন করে আমাদের সাথে যোগাযোগ করছেন না। পাশাপাশি যারা বিষয়টি জানেন না তাদেরকে বলব কৃষি দপ্তরের সাথে যোগাযোগ করতে। আমরা সবদিক থেকেই কৃষকদের সহায়তা করতে চাই বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *