সংবাদদাতা, জলপাইগুড়ি : এত বড় দলের ক্ষেত্রে একাধিক প্রার্থীর দাবিদার হওয়াটা স্বাভাবিক। দলের শৃঙ্খলা মেনে যারা কাজ করবেন না তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

জলপাইগুড়িতে এসে এমনই জানালেন পঞ্চায়েত নির্বাচনের জেলার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক রাজীব ব্যানার্জি। বৃহস্পতিবার বাবুপাড়াস্থিত জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে রাজীব বলেন, পঞ্চায়েত নির্বাচন নিয়ে আমরা ব্লক টু ব্লক রিভিউ করছি।

কোথায় ক্যাম্পেইন করতে হবে, কতটা পাবলিসিটি প্রয়োজন রয়েছে তা সবটাই দেখা হচ্ছে। ইতিমধ্যে মালবাজার, ক্রান্তি ব্লকের একাধিক জায়গায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বাকি ব্লগগুলোতেও করা হবে। পাশাপাশি কোথায় মিটিং করা হবে তা নিয়েও পর্যালোচনা করা হচ্ছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কিছু ক্ষেত্রে ক্ষুব্ধ হয়ে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন এটা সামান্য বিষয়। দুই একটি জায়গায় এমন হতে পারে। দলের নিয়ম মেনে কাজ না করলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।