চা পর্ষদ কাঁচা চা পাতা তোলার শেষ দিন ধার্য করার বিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছে বলে খবর

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৬ জানুয়ারি’২৪ : ভারতীয় চা পর্ষদ চায়ের দাম বৃদ্ধির উদ্দেশ্যে আগামী ৩০ শে নভেম্বর কাঁচা চা পাতা তোলার শেষ দিন ধার্য করার বিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছে বলে খবর। উল্লেখ্য, গত ৬ই জানুয়ারি কোলকাতায় অনুষ্ঠিত কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলের সভাতে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ডিসেম্বর মাসে প্রায় পাঁচ কোটি কেজি চা উৎপাদন হয় যার গুণগতমান নিম্নমানের বলে দাবি। বর্তমানে উৎপাদনের জন্য চায়ের দাম বাড়ছে না বলে বক্তব্য চা শিল্পপতিদের একাংশের। নভেম্বর মাসে ৩০ তারিখে শেষ কাঁচা পাতা তোলার দিন ধার্য করলে এবং ১০০% ডাস্ট চা নিলামের মাধ্যমে বাধ্যতামূলক বিক্রি চালু করলে চায়ের দাম বৃদ্ধি পাবে বলে চা শিল্পমহলের ধারণা।

It is reported that the Tea Board is going to decide on fixing the last day for picking green tea leaves

এ বিষয়ে ক্ষুদ্র চা চাষীদের কেন্দ্রীয় সংগঠনের সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী বলেন, ১০০ শতাংশ গুড়ো চা নিলামে বিক্রি বাধ্যতামূলক করা হলে দীর্ঘদিন থেকে বন্ধ জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র খোলার পথ প্রশস্থ হবে। উল্লেখ্য খুব শীঘ্রই টি বোর্ড নির্দেশিত ৩ সদস্যের এক প্রতিনিধি দল জলপাইগুড়ি চা নিলাম কেন্দ্র পরিদর্শনে আসছেন বলে সূত্রের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *