আন্দোলন নয়; এটা হিংসাত্মক দাঙ্গা; মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া সুকান্ত মজুমদারের

বিশ্বজিৎ নাথ : ওয়াকফ বিলের বিরোধিতার নামে রাজ্যের বিভিন্ন প্রান্তে তাণ্ডব চালানোর অভিযোগ উঠছে আন্দোলনকারীদের বিরুদ্ধে। মুর্শিদাবাদের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। শনিবার হনুমান জয়ন্তী উপলক্ষে পানিহাটিতে শ্রী শ্রী গোদাবাড়িশ্বরী শিব কালি মন্দিরে হাজির হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।

মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এটা আন্দোলন নয়। এটা হিংসাত্মক দাঙ্গা। তাঁর অভিযোগ, মুর্শিদাবাদের যেখানে তান্ডব চলছে। সেখানে ঠিক থানার উল্টোদিকের বড় হলে অস্ত্রশস্ত্র, বোমা ও বারুদ মজুত রেখেছে তান্ডবকারীরা।

It's not a movement; it's a violent riot; Sukanta Majumdar's reaction to the situation in Murshidabad

তাঁর বক্তব্য, মমতা ব্যানার্জি এভাবে সনাতনীদের দমিয়ে রাখতে পারবেন না। একটা সময় সনাতনীরা আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবেন। এদিন সুকান্ত মজুমদার বাস এবং মোটর বাইকে গেরুয়া পতাকা লাগিয়ে দিলেন। শ্রী শ্রী গোদাবাড়িশ্বরী শিব কালী হনুমান মন্দিরে এদিন হাজির ছিলেন কলকাতা উত্তর শহরতলি জেলার সভাপতি চন্ডী চরণ রায়, যুব নেতা জয় সাহা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *