পাঁচ মাস বাদে খুলছে জগদ্দলের এ আই চাঁপাদানি ইন্ডাস্ট্রির ফাইন ইয়ার্ন ইউনিট


বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২৫ নভেম্বর’২৩ : গত ২৬ জুন থেকে বন্ধ ছিল জগদ্দলের এ আই চাঁপদানি ইন্ডাস্ট্রির ফাইন ইয়ার্ন ইউনিট। পুজোর আগে মিল বন্ধে বেকায়দায় পড়ে গিয়েছিলেন স্থায়ী-অস্থায়ী মিলিয়ে এক হাজার শ্রমিক পরিবার। মিল খোলার দাবিতে একাধিকবার বিক্ষোভ-অবরোধ কর্মসুচি করেছিলেন ক্ষুব্ধ শ্রমিকরা।

Jagaddal AI Chappadani Industry's fine yarn unit is opening after five months

অবশেষে ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিংয়ের হস্তক্ষেপে খুলছে মিলটি। মিল খোলার খুশিতে শনিবার সকালে শ্রমিকরা মিলের গেটে জমায়েত হয়ে সাংসদকে ধন্যবাদ জানান। তৃণমূল সমর্থিত জুট টেক্সটাইল ওয়ার্কাস ইউনিয়নের সাধারণ সম্পাদক সুরজ কুমার সিং বলেন, সাংসদের উদ্যোগে বন্ধ মিল আগামী ৪ ডিসেম্বর থেকে চালু হচ্ছে। আর ২৭ নভেম্বর থেকে মিলে মেইনটেন্সের কাজ শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *