পিনাকী রঞ্জন পাল : পর্দায় অভিনয় করতে করতে সহ অভিনেতার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়াটা নতুন কিছু নয়। তবে ইদানীং টলিপাড়ায় জোর গুঞ্জন চলছে জগদ্ধাত্রী ও সয়ম্ভুর প্রেম নিয়ে। হ্যাঁ, ঠিকই ধরেছেন জি বাংলার “জগদ্ধাত্রী” সিরিয়ালের নায়ক- নায়িকার কথাই বলছি। ছোট পর্দায় স্বামী স্ত্রী’র ভূমিকায় অভিনয় করতে করতে তাদের প্রেমের রসায়ন বাস্তবেও ছড়িয়ে পড়েছে। সিরিয়ালের জগদ্ধাত্রী আর সয়ম্ভুর ভূমিকায় যারা অভিনয় করছেন তাদের আসল নাম হল যথাক্রমে অঙ্কিতা মল্লিক আর সৌম্যদীপ মুখোপাধ্যায়। দুজনের জুটি বাংলার দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে।
মডেলিং থেকে অভিনয়ে এসেছেন অঙ্কিতা ওরফে জগদ্ধাত্রী। “জগদ্ধাত্রী” সিরিয়ালই হল অঙ্কিতার প্রথম সিরিয়াল। প্রথম সিরিয়ালেই জগদ্ধাত্রী ও জ্যাস সান্যাল রূপে তার সকলের নজর কেড়ে নিয়েছে। এটা যে তাঁর প্রথম সিরিয়াল অভিনয় দেখে বোঝার উপায় নেই।
অপরদিকে সৌম্যদীপ টেলিভিশন ইন্ডাস্ট্রিতে পরিচিত মুখ। হাওড়ার ছেলে সৌম্যদীপ উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরই শুরু করে মডেলিং। চুটিয়ে মডেলিং করার পর অভিনয়ে আসেন তিনি। কালার্স বাংলায় “তিন শক্তির আঁধার ত্রিশূল” সিরিয়াল দিয়ে তার ছোট পর্দায় অভিনয় শুরু হয়।
ইদানীং টলি পাড়ায় জোর গুঞ্জন শোনা যাচ্ছে যে, অভিনয়ের প্রেম বাস্তবে পরিণত হয়েছে জগদ্ধাত্রী ও সয়ম্ভুর। ক্যামেরার সামনের সাথে সাথে বাস্তব জীবনেও চুটিয়ে প্রেম করছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় তাদের রিলস দেখতে পাওয়া যাচ্ছে। দুজনের রোমান্টিক গানের রিলস ভিডিও দেখা যাচ্ছে। যদিও এই গুঞ্জন নিয়ে দুজনের মধ্যে কেউই এর সত্যতা স্বীকার করে নি। তবে নেটিজেনদের অনেকেই বলছেন, যা রটে তার কিছুটা হলেও বটে।