সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৯ আগস্ট : ১৫১.২০ মিলিমিটার বৃষ্টি। জলবন্দি জলপাইগুড়ি। শিশুদের নিরাপত্তার কথা মাথায় রেখে ছুটি দিয়ে দেওয়া হলো স্কুল। ব্যাহত স্বাভাবিক জনজীবন।
পূর্বাভাস দিয়ে ছিল হাওয়া অফিস। সোমবার ভোর থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে ভাসলো জলপাইগুড়ি শহরের বিভিন্ন এলাকা। সপ্তাহের প্রথম কাজের দিনের ভোরে জলে থৈ থৈ জলপাইগুড়ি শহরের পথঘাট। সমস্যায় পড়তে হচ্ছে কাজেকর্মে যাওয়া সাধারণ মানুষদের।
অপরদিকে অতি বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ইতিমধ্যেই শিশুদের সুরক্ষার বিষয়টি মাথায় রেখে জলপাইগুড়ি শহরের অন্যতম একটি বেসরকারী ইংরেজি মাধ্যম স্কুল আজকের জন্য ছুটি ঘোষণা করেছে। যদিও সকাল থেকে চলা অবিরাম বৃষ্টির মধ্যেই বহু ছাত্র ছাত্রী স্কুলে পৌঁছে যায়। জলপাইগুড়ির জল সমস্যা নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শহরের বেশিরভাগ নাগরিকদের মুখেই উঠে আসে একই কথা, এটা তো জলপাইগুড়ির চিরন্তন সমস্যা।
অপরদিকে গত ২৪ ঘন্টায় জলপাইগুড়িতে বৃষ্টিপাতের পরিমান ১৫১.২০ মিলিমিটার, যার বেশির ভাগটাই সোমবার ভোর থেকে হয়েছে বলে সূত্রের খবর।