বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল জলদাপাড়ার ঐতিহ্যবাহী হলং বনবাংলো (ভিডিও সহ)

মাদারিহাট : আলিপুরদুয়ারের মাদারিহাটে জলদাপাড়া জাতীয় উদ্যানের হলং বন বাংলোতে (Holong Forest Bunglow) আগুন। ১৯৬৭ সালের তৈরি এই কাঠের বাংলোর আটটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

জঙ্গল বন্ধ থাকায় সেই মুহূর্তে কোনও অতিথি ছিলেন না বাংলোতে তাই হতাহতের কোনও খবর নেই। প্রাথমিক অনুমান, এসির শর্টসার্কিটের জেরেই আগুন লাগে। বাংলোটি সম্পূর্ণ কাঠের তৈরি হওয়ায় মুহূর্তেই আগুন ধরে যায়।

রাত নটা নাগাদ বাংলোর কর্মীরা আগুন দেখতে পান। ততক্ষনে আগুন অনেকটাই ছড়িয়ে পড়েছিল। কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেও সক্ষম হননি। ফালাকাটা দমকল বিভাগে খবর দেওয়ার পর রাত ১০টা ১০ মিনিট নাগাদ তাঁরা পৌঁছন।

দমকলের দুটো ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। বাংলোটি শেষ পর্যন্ত পুরোটাই ছাই হয়ে যায়। ওসি, বিডিও মাদারিহাট, এডব্লিউএলডব্লিউ, ডিএফও এবং অন্যান্য বন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে যান।

এ প্রসঙ্গে পর্যটন ব্যবসায়ী, শিক্ষক মিঠুন সরকার জানিয়েছেন, হলং বনবাংলো পুড়ে যাওয়া রাজ্যের জঙ্গল পর্যটনের ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *