সংবাদদাতা, জলপাইগুড়ি, ৩০ সেপ্টেম্বর’২৩ : জলপাইগুড়ি জেলা থেকে ১২০ জন জব কার্ডধারী দিল্লি গেলেন অভিষেক বন্দোপাধ্যায়ের সভায় যোগ দিতে! শনিবার জলপাইগুড়ি বাবুপাড়াস্থিত জেলা তৃণমুল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান জেলা সভানেত্রী মহুয়া গোপ। তিনি বলেন,গত ২১ সালের নির্বাচনে জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গে তেমন সাড়া না পেয়ে সেই সময় থেকেই কখনো ইডি, সিবিআই!

আবার কখনো ১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায়ের লক্ষ্যে অভিষেক বন্দোপাধ্যায়ের দিল্লির আন্দোলন ঠেকাতে রাম লীলা ময়দানে জমায়েতের অনুমতি বাতিল করে কেন্দ্রের বিজেপি সরকার সাধারণ মানুষের দাবী আদায়ের লড়াইকে আটকানোর চেষ্টা করছে। যদিও আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের নেতৃত্বে আগামি ২ এবং ৩ তারিখ দিল্লির জনসভায় যোগ দিতে ইতিমধ্যেই গোটা রাজ্য থেকে সাধারণ খেটে খাওয়া মানুষ দিল্লীর উদ্দেশ্যে রওনা হয়েছে যার মধ্যে জলপাইগুড়ি জেলা থেকে ১২০ জন একশো দিনের জব কার্ডধারী দিল্লি যাচ্ছেন বলে তিনি জানান মহুয়া গোপ।