জলপাইগুড়ি ও ধুপগুড়ি : ‘স্টুডেন্ট উইক’ উপলক্ষে জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিতনগর কলোনী তারা প্রসাদ উচ্চ বিদ্যালয়ে বুধবার আয়োজন করা হয় একটি খাদ্য মেলা। ১লা জানুয়ারি থেকে ৮ই জানুয়ারি পর্যন্ত রাজ্য শিক্ষা দফতরের উদ্যোগে আয়োজিত ‘স্টুডেন্ট উইক’-এর শেষ দিনে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপু চন্দ্র রায় জানান, মূলত ছাত্র-ছাত্রীদের নিজেদের হাতে কিছু তৈরি করার দক্ষতা এবং স্বাবলম্বী হওয়ার উৎসাহ দেওয়ার লক্ষ্যেই এই খাদ্য মেলার আয়োজন করা হয়েছে। মেলায় পড়ুয়ারা নিজেরাই বিভিন্ন ধরনের খাবার তৈরি করে স্টলে বিক্রি করেছে। প্রায় নয়টি স্টলে পাওয়া গেছে চপ, মুড়ি, ঘুঘনি, পাটিসাপ্টার মতো খাবার। খাদ্য সামগ্রী বিক্রি শেষ হওয়ার পর অনেকে আবার নতুন করে খাবার তৈরি করে স্টলে নিয়ে এসে বিক্রি করেছে। মেলায় ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং স্থানীয় এলাকাবাসীর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
একইভাবে ধূপগুড়ির বারঘড়িয়া বটতলী স্বর্ণময়ী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হয় আরেকটি বর্ণময় খাদ্য মেলা। শীতের মিঠে রোদে পড়ুয়ারা নিজেদের তৈরি খাবার নিয়ে হাজির হয় স্কুল প্রাঙ্গণে। স্টলে দেখা গেছে রসমালাই, মালপোয়া, পাটিসাপ্টা থেকে শুরু করে ফুচকা, ঘুগনি, লুচি, মোমো, চাউমিনের মতো নানা খাবার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় বসাক জানান, স্টুডেন্ট উইক উপলক্ষে এই মেলার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় অভিভাবকদের সঙ্গে আলোচনা করে। পড়ুয়ারা বাড়ি থেকে নিজে হাতে খাবার তৈরি করে মেলায় অংশগ্রহণ করে। মেলায় শিক্ষক, অভিভাবক, সহপাঠী এবং স্থানীয় বাসিন্দারা ক্রেতা হিসেবে অংশ নেন।
অভিভাবক রিঙ্কু বণিক বলেন, “বিদ্যালয়ের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এই ধরনের আয়োজন পড়ুয়াদের দক্ষতা বাড়াতে ও তাদের নতুন কিছু শেখার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।”
উভয় বিদ্যালয়ের এই খাদ্য মেলা শিশুদের স্বাবলম্বী ও সৃজনশীল হওয়ার প্রেরণা দিয়েছে। একইসঙ্গে স্থানীয়দের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।