এককভাবে জলপাইগুড়ি অরবিন্দ অঞ্চলের বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১০ আগস্ট’২৩: জলপাইগুড়ি অরবিন্দ অঞ্চলের বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। কোনরকম ঝুট ঝামেলা ছাড়াই আজ অরবিন্দ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের বোর্ড গঠন হল। জানা গেছে মোট ২২ টি আসন রয়েছে এখানে। যার মধ্যে বিজেপি পেয়েছে চারটি আসন। বামপন্থীরা পেয়েছে দুটি আসন। আর বাকি ১৬ টি আসন পেয়েছে তৃণমূল কংগ্রেস। তাই সংখ্যার নিরিখে বোর্ড গঠনে কোন বাধা ছিল না তৃণমূল কংগ্রেসের। এই বোর্ড গঠন কে কেন্দ্র করে পুলিশের পাহারা ছিল যথেষ্টই। বোর্ড গঠনের সময় তৃণমূল কংগ্রেস কর্মীদের যথেষ্ট উৎসাহ উদ্দীপনা দেখার মতো। এদিন অরবিন্দ অঞ্চলের প্রধান নির্বাচিত হন রাজেশ মন্ডল এবং উপপ্রধান নির্বাচিত হন টিকা রাউটিয়া। বৃহস্পতিবার বোর্ড গঠনের পর একটি মিছিলেরও আয়োজন করা হয়েছিল।

প্রধান রাজেশ মন্ডলকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান অরবিন্দ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীরা। নবনির্বাচিত প্রধান রাজেশ মন্ডল জানান, আজ শান্তিপূর্ণভাবেই প্রধান, উপ প্রধান নির্বাচন হল। আগামীদিনে এই অঞ্চলে দলমত নির্বিশেষে সকলকে নিয়ে উন্নয়নের কাজ করা হবে।

উপ প্রধান টিকা রাউটিয়া বলেন, কাজের মধ্য দিয়ে অভিজ্ঞতা অর্জন করবেন এবং সকলের জন্য সমানভাবে কাজ করার চেষ্টা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *