জলপাইগুড়ি : রাজ্যের ক্রীড়াক্ষেত্রে গর্বের জায়গা করে নিল জলপাইগুড়ি। ইস্টবেঙ্গল ও মোহনবাগানের পরেই রাজ্যে তৃতীয় স্থানে রয়েছে জলপাইগুড়ির অ্যাথলেটরা। এই সাফল্যকে সামনে রেখে জেলার ফুটবল, ক্রিকেট, ভলিবলসহ বিভিন্ন খেলায় চ্যাম্পিয়ন হওয়া ক্লাব ও খেলোয়াড়দের একসঙ্গে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ)।

সোমবার এক বিশেষ সভার পর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ভোলা মন্ডল জানান, “এই প্রথমবার বিভিন্ন খেলায় চ্যাম্পিয়ন হওয়া ক্লাব ও খেলোয়াড়দের একই মঞ্চে সম্মানিত করা হবে। এটি আমাদের গর্বের বিষয় যে, ইস্টবেঙ্গল- মোহনবাগানের পরেই রাজ্যে অ্যাথলেটে জলপাইগুড়ির স্থান। আমাদের জেলার প্রতিটি অ্যাথলেটকে ডি এস এ পুরস্কৃত করবে। পাশাপাশি জেলার বিভিন্ন ক্লাবকে আর্থিক সহায়তাও দেওয়া হবে।”
এই উদ্যোগে খুশি জেলার ক্রীড়াপ্রেমীরা। জেলা ক্রীড়া সংস্থার আশা, এর ফলে আরও বেশি করে খেলাধুলায় যোগ দেবে নতুন প্রজন্ম।