জলপাইগুড়ি বৈকুন্ঠপুর রাজবাড়ির দুর্গাপূজার আজও বলির প্রথা রয়েছে

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৩ অক্টোবর’২৩ : আজ মহা নবমী। জলপাইগুড়ি বৈকুন্ঠপুর রাজবাড়ির নবমী পুজোতে আজও বলির প্রথা রয়েছে। মা কে পাঁচ রকম মাছ দিয়ে আমিষ ভোগ দেওয়া হয় এদিন।

Jalpaiguri Baikunthapur Rajbari still has a ritual of sacrifice during Durga Puja

জলপাইগুড়ি বৈকন্ঠপুর রাজবাড়ির নবমী পুজোতে হরিদ্বার, শ্যামকুন্ডু, গঙ্গা, পুরী সহ বিভিন্ন জায়গার জল দিয়ে মাকে মহা স্নান করিয়ে পুজো করা হয়ে থাকে। বিশেষ পুজো হিসাবে নবমী উপলক্ষে মহাযজ্ঞ হয়ে থাকে। বেলপাতা ও নানান রকমের কাঠ দিয়ে বিশেষ যজ্ঞ হয়ে থাকে রাজবাড়িতে। নবমীর যজ্ঞর সময় এখানে মাকে আমিষ ভোগ দেওয়া হয়। ৫১৪ বছরের পুরনো এই দুর্গাপূজার রাজ পরিবারের রীতি অনুসারে আজও বলির প্রথা রয়েছে। তবে আজকের বিশেষ রীতিতে পাঁচ রকম বলি দেওয়া হয়। যেমন- পায়রা, হাঁস, আঁখ, চালকুমড়ো ও জাম্বুড়া দিয়ে বলি দেওয়া হয়ে থাকে। আমিষ ভোগ হিসেবে মাকে পোলাও এর সাথে মাছ দেওয়া হয়ে থাকে। মাছের মধ্যে যেমন – পটল চিংড়ি, ইলিশ মাছ, পাবদা, কাতল ও বোয়াল মাছের সাথে অন্যান্য তরি-তরকারি এবং চাটনি, দই, মিষ্টি দিয়ে মাকে ভোগ দেওয়া হয়। নবমীর বিশেষ পূজোর পাশাপাশি মহাযজ্ঞ হবে বলে জানান রাজ পুরোহিত শিবু ঘোষাল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *